অনুভবের কি শেষ আছে? কিংবা অনুভূতির?
- যাযাবর জীবন
কতদিন ফুল দেই নি তোকে!
কতদিন তুই গান শোনাস নি আমায়!
অনেকদিন আমরা টেলিভিশনের কোনো অনুষ্ঠান দেখিনি একসাথে,
একসাথে দেখিনি চাঁদ ....
আসলে কখনই আমি তোকে ফুল দেই নি
কখনই তুই গান শোনাস নি আমায়
আমরা টেলিভিশনের কোনো অনুষ্ঠান কখনই দেখিনি একসাথে,
একসাথে দেখিনি চাঁদ ....
তবুও কিছুই কি দেই নি তোকে?
তুই কিছু দিস নি আমায়?
আমরা এত দেয়া নেয়ার হিসেব কষেছিলাম কবে রে?
শুধু কি একটা অনুভব জানি ছিলো দুজনার;
আজ তুই পথ চলছিস পথ খুঁজে খুঁজে
আমিও চলছি খুঁড়িয়ে খুঁড়িয়ে
পথ চলার কি শেষ আছে রে?
হ্যাঁ রে আছে;
হয়তো আমার শেষটা দেখবি তুই
কিংবা তোরটা আমি
কিন্তু আমরা কেও নিজেদের পথের শেষটা দেখার সৌভাগ্য নিয়ে জন্মাই নি
না তুই না আমি,
আচ্ছা! অনুভবের কি শেষ আছে?
কিংবা অনুভূতির?
তোর তো অনেক বুদ্ধি,
তুইই বল না শুনি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন