সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯

একদিন হঠাৎ



একদিন হঠাৎ
- যাযাবর জীবন


একদিন তোর চোখ চেয়ে চেয়ে
বসে থাকতাম সারাদিন চায়ের কাপে
তুই সামনে বসে নখ খুঁটতি লজ্জায়
আর চা ঠাণ্ডা হতো তোর কাপে,
একদিন আমি সিগারেট ঠোঁটে
সারাদিন গাছে হেলান দিয়ে
তুইও বসে থাকতি দিয়াশলাই হাতে
গায়ে অলস হেলান দিয়ে,
একদিন আমি অকারণ রাস্তা-হাঁটা
সূর্য মাথায় করে
তুইও অকারণ আমার পাশেপাশে
দুপুর রোদে পুড়ে পুড়ে,
একদিন আমি খোলা মাঠে শুয়ে
ঝুমঝুম বৃষ্টি মাথায় নিয়ে
তুই বুকের ওপর বড্ড শুয়ে থাকতি
যেন আমার ছাতা হয়ে হয়ে,
একদিন আমি সারারাত জেগে জেগে
গায়ে হিমের ডানা
তুইও নির্ঘুম পাশেপাশে আর
চাঁদটা হয়ে যায় জ্যোৎস্না,
প্রতিদিন পাশাপাশি থেকে থেকে
তুই ভালোবাসা হয়ে গেলি
তুইও তো আমায় ভালোবেসে বেসে
সারাটা জীবন জড়াজড়ি হয়েছিলি;

একদিন সময়টা থমকে যাবে
আর থমকে যাব আমি
তুই হঠৎই চমকাবি, আমার দিকে চেয়ে
চোখ কাঁদবে তোর জানি
খুব শীগগির আমি ঘুমবো
একদম চোখ বন্ধ নিঃশব্দ
অস্থির হবি তুই, হবি অশান্ত
তবুও শুনবো না কান্নার শব্দ।








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন