রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯

শরীরে কি আছে?




শরীরে কি আছে?
- যাযাবর জীবন


শরীরে কি আছে?
তবুও পুরাটাই শরীর;

শরীরের উপরিভাগে চামড়া
কারো সাদা
কারো কালো
কারো বাদামী;
আবৃত করে রাখে হাড়গোড় কংকাল
তার নিচে রক্তমাংস
বৃক্ক, কিডনি, পাকস্থলী, ফুসফুস, মস্তিষ্ক, পরিপাকতন্ত্র
চোখ আছে, নাক আছে, কান আছে
আর আছে ক্রমাগত ধুকপুক ধুকপুক করতে থাকা একটুকরো মাংস
তোমরা বলো হৃদপিণ্ড;

এ যন্ত্রটি বড্ড অদ্ভুত
এর নিজস্ব কোন লজিক নেই
শুধু নানা রঙের অনুভূতি
নানা পদের আবেগ,
এটি কখনো অযৌক্তিক আবেগে নিজের পথে চলে
হৃদপিণ্ডের অযৌক্তিক আবেগ পুরুষ জাতির মাঝে একটু বেশীই,
হৃদয় কিন্তু কখনো কখনো বুদ্ধিমান হয়ে মস্তিষ্কের লজিক মানে
নারী জাতিতে এর বেশ ভালোই প্রমাণ মেলে;

শরীরে আসলে কিছু নেই
চামড়া, মাংস, হাড়গোড়
লজিক ভরা একটি মস্তিষ্ক
আর আবেগ ভরা একটি হৃদয়,
তোমরা মাঝে মাঝে মনের কথা বলো?
বলতে পার মন কোথায় থাকে?
হৃদয়ে না মস্তিষ্কে?
যত মন মনই করো না কেন!
আমাদের পুরো জীবনটাই শরীর নির্ভর;

কাম! সে তো মনেরই একটি অনুভব
শরীরকে নিয়ন্ত্রণ করে
কখনো কখনো জীবনকে করে তছনছ;
কামের বাস কোথায়?
হৃদয়ে না মস্তিষ্কে?
নাকি দুজনে একসাতে মিলেমিশে?
কে কাকে নিয়ন্ত্রণ করে?
মস্তিষ্ক করলে তাও সামলে উঠা যায়
হৃদয় করলেই বিপদ
মনে তো হয় হৃদয়ই কামের নিয়ন্ত্রক;

এত সর্বনাশ কেন চারিদিকে
শরীরে ও সম্পর্কে?

শরীরে কিছু নেই,
দলা দলা চর্বি
দলা দলা মাংস
লোলুপ নজর
আর আছে কাম,
আছে সম্পর্কের ভাঙন।








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন