ভঙ্গুর
- যাযাবর জীবন
এখনো সেই আগের মতই আছিস তুই
চঞ্চলা হরিণী
লাস্যময়ী তরুণী
বুনো ডাকিনী
যখন তখন উঁকি
এ ঘর সে ঘর
মনের ঘরে উঁকি দিতেই যত আলসেমি;
আগের মতই বড্ড ভয় তোর মনে
যদি ভালোবাসা দাগ কেটে বসে যায় হৃদয়ে
ছলনার খেলা খেলবি কারে নিয়ে?
কাঁচের হৃদয় অপেক্ষায়
ভাঙছে ছলনার টোকায়।
- যাযাবর জীবন
এখনো সেই আগের মতই আছিস তুই
চঞ্চলা হরিণী
লাস্যময়ী তরুণী
বুনো ডাকিনী
যখন তখন উঁকি
এ ঘর সে ঘর
মনের ঘরে উঁকি দিতেই যত আলসেমি;
আগের মতই বড্ড ভয় তোর মনে
যদি ভালোবাসা দাগ কেটে বসে যায় হৃদয়ে
ছলনার খেলা খেলবি কারে নিয়ে?
কাঁচের হৃদয় অপেক্ষায়
ভাঙছে ছলনার টোকায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন