বোধ
- যাযাবর জীবন
কেও চায় মানুষ পাশে
কেও চায় কুকুর মানব
যার যেটা প্রয়োজন।
কেও বসে থাকে
প্রভুভক্তির আশায়
কেও পা চাঁটে
প্রভুভক্তি দেখায়।
কেও টুকরো ছিটায়
কুকুরের তরে
কেও কুঁড়িয়ে বেড়ায়
কুকুর হয়ে।
কেও প্রভুভক্তিতে
গলা বাড়ায়
যতক্ষণ হাড়ের টুকরো পায়
কেও ঘেউ করে
গলা চড়ায়
টুকরো হারানো শঙ্কায়।
দুজনই মানুষ কিংবা প্রাণী
তবু দুজনের বোধ
দু রকম
কেও ছিটিয়ে ভালোবাসে
কেও কুঁড়িয়ে
দুজন বোঝে দুজনারে
দেয়া নেয়ার সং সারে
পরস্পরের প্রয়োজন।
কেও মানুষ ভালোবাসে
কেও কুকুর।
বড় বিচিত্র এই
মানুষের খোলসে কুকুর জীবন
ভালোবাসার ধরণ কিংবা প্রয়োজন।
মানুষ থেকে বিচিত্র প্রাণী আর কে আছে?
- যাযাবর জীবন
কেও চায় মানুষ পাশে
কেও চায় কুকুর মানব
যার যেটা প্রয়োজন।
কেও বসে থাকে
প্রভুভক্তির আশায়
কেও পা চাঁটে
প্রভুভক্তি দেখায়।
কেও টুকরো ছিটায়
কুকুরের তরে
কেও কুঁড়িয়ে বেড়ায়
কুকুর হয়ে।
কেও প্রভুভক্তিতে
গলা বাড়ায়
যতক্ষণ হাড়ের টুকরো পায়
কেও ঘেউ করে
গলা চড়ায়
টুকরো হারানো শঙ্কায়।
দুজনই মানুষ কিংবা প্রাণী
তবু দুজনের বোধ
দু রকম
কেও ছিটিয়ে ভালোবাসে
কেও কুঁড়িয়ে
দুজন বোঝে দুজনারে
দেয়া নেয়ার সং সারে
পরস্পরের প্রয়োজন।
কেও মানুষ ভালোবাসে
কেও কুকুর।
বড় বিচিত্র এই
মানুষের খোলসে কুকুর জীবন
ভালোবাসার ধরণ কিংবা প্রয়োজন।
মানুষ থেকে বিচিত্র প্রাণী আর কে আছে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন