শিকারি
- যাযাবর জীবন
বয়স হয়েছে চাঁদের
হৃদপিণ্ডের ধুকপুক শোনা যায় ক্ষীণ
কুয়াশায় চাঁদর পড়েছে গায়
আলো বিলায় তাই বড্ড দীনহীন।
চন্দ্রগ্রস্ত মন তবু বঁড়শি বেয়ে যায়
জ্যোৎস্নালো মেখে নিতে রাতে সারা গায়
চাঁদের আলো কুয়াশাতে ক্রমশই ক্ষীণ
ছিপ হাতে বসে থাকি কার লাগি কেন?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন