সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৪

ভুল



ভুল
- যাযাবর জীবন


কখনো সুযোগ হলে
ভুলগুলোকে দাঁড়িপাল্লায় মেপে দেখিস
তোর, আমার; দুজনারই।

সামনে এসে দাঁড়াবে
তোর আর আমার মাঝের দূরত্ব
কিংবা সাগর আর চোখের জলের মাঝে পার্থক্য।

দাবানলে বন জ্বলে
দহনে একা আমি
মানবিক ভালোবাসার অমানবিক খেসারত
আমাকেই কেন একা টেনে যেতে হবে?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন