সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৪

নিদ্রাহীনতা




নিদ্রাহীনতা
- যাযাবর জীবন


ক্লান্তিকর দীর্ঘ দিনের শেষে
সূর্য চলে যায় নিদের দেশে
আবার সকালে ফিরে আসবে বলে;
জেগে থাকতে থাকতে কোন এক সময়
রাতেরও ঘুম পেয়ে যায়
চলে যায় সূর্যের ওপাশে
তার খুব একান্ত নিদের দেশে;
গভীর ঘুমে তলিয়ে স্বপ্ন দেখে
দিন, রাত্রি, চাঁদ, সূর্য আর প্রকৃতি
যার যার নিজের মতন করে;
ঘুম নেই শুধু আমার চোখেই
দিন আর রাত্রির পালাবদলে
নেই কোন স্বপ্ন
নেই কোথাও যাওয়া
নেই ফিরে আসা,
এখন রাতভর জেগে থাকি
আর শুধু তোর কথা মনে পড়ে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন