সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৪

গ্রহণ



গ্রহণ
- যাযাবর জীবন


ধুসর গোধূলি বেলায়
যখন একা হেঁটে যাই বালুপথ ধরে
তখনই খুব মনে পড়ে
তুই আর পাশে নেই আমার;

কি জানি কোন গ্রহণ লাগার মুহূর্তে
আকাশের নীল রঙ এসে
মিশেছিল আমাদের ভালোবাসায়।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন