একা
- যাযাবর জীবন
হাজারো কোলাহলের ভিড়ে
নির্জনতা ঘিরে রয় আমারই চারিদিক জুড়ে
বড্ড ভালোবাসি চারপাশের মানুষগুলোকে
অথচ কি নিদারুণ অবহেলায় তারাই ফেলে ছুড়ে;
অন্ধকারে বড্ড আমার ভয়
দেখি না কোথাও আলোর দিশা
জ্যোৎস্নাকে খুব আপন মনে হয়
করি চাঁদকে ধরার মিছে আশা;
যদিও আলোকে বড্ড ভালোবাসি
হায় নিয়তি! আমি অন্ধকারে পড়ে থাকি
অনেক মানুষের ভিড়ে আমার বসবাস
অথচ আমি বেঁচে আছি একা - বড্ড একাকী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন