সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৪

ভাঙাগড়া



ভাঙাগড়া
- যাযাবর জীবন


দেখেছি অনেক ভাঙ্গা আর গড়া
নদীর কুল
নারীর মন
টুকরো টুকরো সম্পর্কের খণ্ড বিখন্ডিত শব
বাবা, মা, ভাই, বোন
স্ত্রী, পুত্র, কন্যা আর পরিজন;
জীবনের বেলা, অবেলা, কালবেলায়
ভাঙ্গা আর গড়ার প্রতিটি আয়োজন
ধুঁকে ধুঁকে বেঁচে থাকার যাপিত জীবন;
দায়ভাগ নিতে হয়েছে আমাকেই
প্রতিবার
প্রতিক্ষণ;
এ তোমার কেমন রঙ্গ-লীলা?
হে জীবন!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন