সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৪

শীতার্ত



শীতার্ত

- যাযাবর জীবন


সূর্যোদয়ের সাথে সাথে অন্তরিত শীতার্ত রাত
ওম ওম ভাব ছড়ায় শীতের সকাল
দিনের আগমনে ব্যস্ত কোলাহল প্রকৃতির মাঝে;
সময় গড়ায়
মধ্যাহ্ন হেলান দেয় সন্ধ্যের বিকেলের সোনা রৌদ্দুরে
ছায়া বড় হয়
সন্ধ্যে ঘনায়
আবার রাত নেমে আসে
প্রকৃতির বুকে;
শীতের হিম বুলেট চিরে বসে চামড়ার ভেতর
মিশে যায় রক্তে
আঘাত করে অস্তিত্বে
প্রকৃতির খেলার কাছে পরাভূত
মানুষ নামক এক অসহায় প্রাণী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন