সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৪

চাঁদ



চাঁদ
-যাযাবর জীবন

ঘরের দরজা খুলে রেখ
সূর্য না ঢুকলেও আলো ঢুকবে
খুলে রেখ কাঁচের জানালা
চাঁদ না আসুক চাঁদনি আসবে
মনের জানালা খোলা রেখ
আমি না এলেও অনুভবে পাবে;

সবারই ফেরা হয়
ঘর আছে বলে
আমারই বন জ্যোৎস্না
চাঁদ খেলা করে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন