সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৪

পার্থক্য


পার্থক্য
- যাযাবর জীবন

তালা লাগা শব্দে স্তব্ধ কান
চারিদিক জুড়ে চাই চাই চাই
কাছের মানুষ কেন বোঝে না যে
আমার আর অর্থের যোগান নাই;
নাই নাই নাই চারিদিকে রব
তাদের মনের তৃপ্তি নাই
অর্থের কুমীর তারা পকেট ভারী নিজের
তবু আমারটাই যে চাই।

গাড়ির ইঞ্জিন মসৃণ চলে
তেলের যোগান যতক্ষণ আছে রে ভাই
সম্পর্কের ইঞ্জিন ভাঙ্গা পিস্টন
যখনই অর্থের যোগান নাই;
অর্থই অনর্থের মূল তা জানি ভালো
তবু সম্পর্ক টিকাতে চাই
এখনো আমি মানুষ আর পশুতে
পার্থক্য খুঁজে বেড়াই।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন