সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৪

বাসি স্মৃতি




বাসি স্মৃতি
- যাযাবর জীবন


রাতের কোলে শুয়ে বাসি অন্ধকার
ঘুমোতে চায়,
চাঁদে হেলান দিয়ে বাসি জ্যোৎস্না
জেগে কাটায়,
কনকনে শীতের টাটকা রাত
পরে আছে কুয়াশার চাদর গায়,
আর তোর গায়ের বাসি গন্ধ
আজো লেপ্টে আছে আমার সারা গায়ে;

আমি জেগে থাকি রাতের পর রাত
তোর বাসি স্মৃতি মনে করে
ঢুলঢুলে চোখে কিছু বাসি ঘুম নিয়ে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন