সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৪

সতেজতা


সতেজতা
- যাযাবর জীবন


কালো যত নিষক কালোই হোক না কেন
তারই মাঝে কোথাও না কোথাও একটু আলোকচ্ছটা দেখাই যায়
জীবন যতই ধুসর হোক না কেন
কোথাও না কোথাও একটু সবুজের সমারোহ রয়েই যায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন