শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৪

পারা আর না পারা



পারা আর না পারা
- যাযাবর জীবন

সারাটা জীবন
কাটিয়ে দিলেম
নদী নালা ক্ষেতে

শেখা হলো না ধান বোনা এখনো।


জীবনের একটা বড় সময়
পার করে দিলেম
পাশাপাশি দুজনে

প্রেম হবে কি ভাবে?


ঠোঁট আড়াল করে রাখিস
গাঢ় লাল লিপস্টিকে,
ঠোঁটেরও তো কামনা বাসনা আছে

চুমু খাইনা কত দিন হয়ে গেছে!!!......


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন