বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৪

ভাষা শহীদ স্মরণে


ভাষা শহীদ স্মরণে
- যাযাবর জীবন

বর্ণ ছাপা মায়ের ভাষার বাংলা বর্ণমালায়
অক্ষরগুলো বইয়ের ছাপায় শহীদের রক্তলেখায়
কত শব্দে কবিতা বানিয়ে শুধিব শহীদের ঋণ
ভাষা শহীদেরে স্মরণ করি অমর একুশে দিন
যায়নি বৃথা রক্ত তাদের দিয়েছিল যারা প্রাণ
হৃদয়ে তারা বাংলার প্রতি ঘরে স্মৃতিতে চির অম্লান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন