শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৪

রঙ

রঙ
- যাযাবর জীবন

স্বপ্নের সাদাকালো লেন্সে
রঙিন ছবি তোলা হয় না,
কাঠ-পেন্সিলের ভাঙ্গা শিষে কি
রঙিন ছবি আঁকা যায়?

তুই নেই,
জীবনটা বড্ড বেশি সাদাকালো;
স্বপ্নে রঙ ধরে না।

বেদনার রঙ নীল হয় কিভাবে?
কিংবা ক্ষরণের লাল।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন