লাগামছাড়া
- যাযাবর জীবন
ভাঙবে তাসের ঘর
খুব জানা কথা
তবু ঘর স্বপ্নে গড়ে;
কাঁচের ঘর
টোকায় ভাঙ্গে
তবুও মন আয়না ঘরে।
কেন যে স্বপ্ন লাগামছাড়া
মনটা বড্ড বেয়ারা।
- যাযাবর জীবন
ভাঙবে তাসের ঘর
খুব জানা কথা
তবু ঘর স্বপ্নে গড়ে;
কাঁচের ঘর
টোকায় ভাঙ্গে
তবুও মন আয়না ঘরে।
কেন যে স্বপ্ন লাগামছাড়া
মনটা বড্ড বেয়ারা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন