প্রতিবিম্ব
- যাযাবর জীবন
আয়নায় কেবল মাত্র প্রতিবিম্ব দেখি নিজের,
প্রতিবিম্বের আশেপাশের ছায়াগুলোকে
এড়িয়ে চলি সযতনে
দ্বিধা, ভয় কিংবা সংকোচে;
আমারই দেহ বিচ্ছুরিত কামনা বাসনা, লোভ, লালসা
আর যত খারাপ রিপুগুলো ছায়া হয়ে ঘোরে
আমারই আশেপাশে, নখ দন্ত মেলে;
ছিমছাম সুন্দর প্রতিবিম্বের পেছনের ছায়াগুলোর কথা
মানুষ জেনে গেলে কি হবে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন