সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৪

ক্ষরণ




ক্ষরণ
- যাযাবর জীবন

আর কত খুঁড়বি চোরাবালি?
জ্বালামুখ ভরে গেছে নোনাজলে
লাভায় বাষ্পীভূত সাগর

নূপুর পায়ে বুকের চাতালে
তা তা থৈ থৈ

সবুজ গালিচা বিছিয়ে দেব
রক্তাক্ত হওয়ার আগে.........




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন