সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৪

পরিচয়


পরিচয়
- যাযাবর জীবন

দন্ত জিহ্বায় পিরিত ঝরে
কাজের বেলায় সরে পড়ে
খুব গোপনে কায়দা করে
যদি দেখতে হয় পাতা হাত
হি হি; ও কি! ও কি!
পালাচ্ছ কেন বাপু?
লজ্জা লাগে কি?

আমি কার, কে আমার?
বড্ড আজব এই সংসার......

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন