ইন্সট্যান্ট সম্পর্ক
- যাযাবর জীবন
সম্পর্কগুলো বড্ড ইন্সট্যান্ট হয়ে গেছে
যুগের হাওয়া বদলের সাথে সাথে
ঠিক যেন ইন্সট্যান্ট নুডুলস
গরম পানি ঢালো
খেয়ে ফেলো
বেশি গরম হয়ে গেছে?
নুডুলস একটু গলে গেছে
ডাস্টবিনে ফেল।
কিংবা ধর প্যাকেট করা ইন্সট্যান্ট পুরি বা চিকেন নাগেট
গরম তেলে দাও
মচমচে ভেজে খেয়ে ফেলো
একটু পুড়ে গেছে?
কড়াই উপুড় ডাস্টবিনে
তিতকুটে ভাব যে চলে এসেছে।
কি সহজ!
ইন্সট্যান্ট সম্পর্ক
গড়া
আর ভাঙ্গা
ইন্সট্যান্ট,
চোখের নিমিষে।
আমার আর ইন্সট্যান্ট সম্পর্ক হলো না
না গড়া
না ভাঙ্গা
আদি যুগের মানুষ যে!
ইন্সট্যান্ট সম্পর্ক গড়ার মাঝে কি সুখ আছে?
ভাঙ্গার বেদনা কি ক্ষরণ তোলে?
হৃদয় মাঝে;
বড্ড জানতে ইচ্ছে করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন