হিপোক্রেসি
- যাযাবর জীবন
একে অন্যের গায়ে লেপ্টে থাকে
সামাজিক বন্ধনের সুতোজালে
অথচ দুজন দু ভুবনে মনে মনে
অন্ধকারে দুজনে দুপাশ ফেরে
দুজনার চোখ ভেজে লোনাজলে
অন্য দুজনার বাস দুজনার মনে
ভালোবাসা গুমরে কাঁদে
সামাজিক বন্ধন হো হো হাসে।
- যাযাবর জীবন
একে অন্যের গায়ে লেপ্টে থাকে
সামাজিক বন্ধনের সুতোজালে
অথচ দুজন দু ভুবনে মনে মনে
অন্ধকারে দুজনে দুপাশ ফেরে
দুজনার চোখ ভেজে লোনাজলে
অন্য দুজনার বাস দুজনার মনে
ভালোবাসা গুমরে কাঁদে
সামাজিক বন্ধন হো হো হাসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন