সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৪

স্বপ্ন



স্বপ্ন

- যাযাবর জীবন


পাখির দুটি ডানা আছে
তবু ওড়ার সীমা আছে
বাতাসে ভর তুলে
ডানা দুটি মেলে দিয়ে;
ইচ্ছে-বিলাস যখন তখন
স্বপ্ন ডানায় ভেসে চলে
চোখ খুললেই ইচ্ছে-ডানা
ভেঙ্গে গড়ায় পাতাল পানে;
.........
বুকের ভেতর উথাল পাথাল
স্বপ্ন বড় কষ্ট আঁকে
আঁচড়ে ধরে বুকের খাঁচায়;
.........
মানুষ কেন স্বপ্ন দেখে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন