মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১৬

গল্প ঢেঁকুর - ২৬-৫০ঃ



গল্প ঢেঁকুর - ২৬ঃ

ভুল আমদের দুজনেরই হয়েছিল,

তোর ভাঙতে গিয়ে
আমার গড়তে গিয়ে........।


গল্প ঢেঁকুর - ২৭ঃ

তোর বুকে মুখ গুজতেই
.........
.........
.........
শিশু।



গল্প ঢেঁকুর - ২৮ঃ

তৃপ্ত সঙ্গমে প্রেম ঘন
অতৃপ্তিতে দ্রবীভূত
ঘৃণায় দূরীভূত।



গল্প ঢেঁকুর - ২৯ঃ

ছিড়ে ফেলেছি জমানো সব চিঠিগুলো
পুড়িয়ে ফেলেছি অতীত;

বর্তমান আঁকড়ে বেঁচে থাকাই জীবন;
তুই আমায় জীবন চিনিয়েছিস-
"দূরে গিয়ে"।



গল্প ঢেঁকুর - ৩০ঃ

তুই থাকলে রাত্রি ভেজে
না থাকলে কান্না।

ভেজাতে জুড়ি নেই তোর,
"লবণে"।

গল্প ঢেঁকুর - ৩১ঃ

পাঁচ দিনের চেষ্টায় মনে টোকা
পাঁচ মাস লেগে থেকে মন পাওয়া
পাঁচ বছরের চুমোচুমি প্রেম;
পরিণতি,
পাঁচ সেকেন্ডের স্খলনানন্দ।



গল্প ঢেঁকুর - ৩২ঃ

পেছন থেকে সবাই নারী;

সামনে থেকে কেও খালা কেও ভাবী
কেও চাচী কেও নানী
কেও প্যাঁচা কেও হরিণী,
কেও কেও সত্যিই সুন্দরী
মনকাড়া মনোহারিণী;

পেছনে দেখলেই ধোঁকাদারি
সামনে থেকে চেনো নারী।



গল্প ঢেঁকুর - ৩৩ঃ

কোকিল ডাকছে;
ঠোঁটে বাসন্তী রাঙিয়ে কি হবে?

কাক চুমু খেলে।




গল্প ঢেঁকুর - ৩৪ঃ


তুই আমাকে কঠিন কঠিন ভালোবাসার কথা বলিস,
আমি সরল প্রত্যাখ্যানে বার বার তোকে বুঝিয়ে যাই;

তোর জটিল চিন্তাভাবনার গরল প্রেম একদিন তরল হবেই;
বাস্তব কঠিন বিষ।



গল্প ঢেঁকুর - ৩৫ঃ


ভালোবাসার গল্পগুলো তো হয় কাছে আসার।

তবে তোর আর আমার মাঝে এত দূরত্ব কেন?



গল্প ঢেঁকুর -৩৬ঃ

আজ আমাদের মনে অনেক কথা জমা হয়ে আছে
বলার মত বন্ধু নেই পাশে।

আমরা অনেক বছরের বন্ধুত্ব নষ্ট করে ফেলেছিলাম - একটি চুমুতেই।







গল্প ঢেঁকুর -৩৭ঃ


তোর আর আমার মধ্যে ছিল ঐ বিছানাটা
আর কয়েকটা রাত;

শরীর নির্ভর ভালোবাসা বিছানার জন্য, জীবনের জন্য নয়।




গল্প ঢেঁকুর - ৩৮ঃ

ঠোঁট পেকে আছে শরীর গাছে
এইইই...... ঝরে পড়লো বলে;
.
অপেক্ষা চুমুর;

বিছানার দেড় হাত পর্যন্তই তো তোর সীমা,
প্রেম গাছ বায় সাহসীরা।





গল্প ঢেঁকুর - ৩৯ঃ


মেয়েটি অসম্ভব ব্যস্ততায় সংসার সামলায়,
এলোমেলো ছেলেটি সময় অসময় কাটাকুটি করে কবিতার খাতায়;

অনেক বছর আগে প্রেমে পড়েছিল ছেলেটি।





গল্প ঢেঁকুর - ৪০ঃ


ময়লার বিনে খুঁজে পাইনা আজকাল কোন টুকরো টাকরা, হাবিজাবি;
বই ছাপলেই নাকি কবি!!

চল পাঠক হই মনের পাঠশালায়।



গল্প ঢেঁকুর - ৪১ঃ

তেঁতে উঠেছে বইমেলা......
আমি কবিতা বুঝি না।



গল্প ঢেঁকুর - ৪২ঃ


আমার সুদকষার হিসাবের প্রয়োজন হয় নি কখনোই,
ঐকিক নিয়মেই খুব চলে যাচ্ছে জীবন;

তুই সরল অঙ্কের মত জটিল।


গল্প ঢেঁকুর-৪৩:


কি খাবে? চা, না কফি?
চুমু খাব।

নারী দিবসে প্রেমিকার কাছে একটি চুমু তো পেতেই পারি;
বন্ধুকে কি আর চুমু খাওয়ার কথা বলা যায়? ছিঃ




গল্প ঢেঁকুর-৪৪:

বলতে গিয়ে বুক ফাটে
ফুটেছিলো কথা দ্বিধা দ্বন্দ্ব অবশেশে,
এখন ভুলতে গিয়ে ভুলভুলাইয়া;

ভালোবাসা বড্ড জটিল
প্রকাশে কিংবা নিকাশে।



গল্প ঢেঁকুর-৪৫:


তোর থেকে সুন্দরী
ঘোরে রাস্তায় ভুরিভুরি
আমার মন লেগেছিল তোতে
আমি মনের পূজারী............




গল্প ঢেঁকুর-৪৬:


জীবনের কাছে ভালোবাসা বিক্রি করে
আজ আমি পৃথিবীর শীর্ষ ধনী;
এখন আমি বিশাল দানবীর
তুই কিছু দুঃখ নিবি?




গল্প ঢেঁকুর-৪৭:


তোর আর আমার বয়স বাড়ে প্রতি দিন
আমাদের কাছে প্রেম চির নবীন
তোর কাছে প্রতি রাতই প্রেমের জন্য নতুন রাত
মাটির সাথে আমার দূরত্ব কমে প্রতিরাতে একরাত।



গল্প ঢেঁকুর-৪৮:

উড়তে কার না ভালো লাগে?
সংগি যদি সংগে থাকে,
নিজের ডানায় পাখা মেলে মেঘের দেশে;
পাখির ডানায় একলা ওড়ায় সেই আনন্দ কোথায়?
একলা ভেসে।




গল্প ঢেঁকুর-৪৯:

ওরে চৈত্র মেয়ে, তোর গরমে বাতাস গরম
বইছে আগুন ঘাম ঝড়াতে;
ওলো স্বপ্ন মেয়ে, তোর গরমে বিছানা গরম
স্বপ্নে আসিস ভিজিয়ে দিতে।



গল্প ঢেঁকুর-৫০:


বুকের কার্নিশে কেন বসে থাকিস পা ঝুলিয়ে?
নিচে ভালোবাসার অথৈ খাদ;
পা পিছলালেই ডুবে যাবি প্রেমের কান্নাজলে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন