মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১৬

মোবাইলের যন্ত্রণা



মোবাইলের যন্ত্রণা
- যাযাবর জীবন

মোবাইলটা ঘুমিয়ে থাকে
আমার পুরোটা অবসর জুড়ে;

গোসলে গেলাম
বাথরুমে ঢুকলাম
নামাজে দাঁড়ালাম
কি খেতে বসলাম
অথবা ঘুমোতে গেলাম
তো
ওনার জ্বলন শুরু হলো
চেঁচামেচিতে পাড়া মাতালো;

দৌড়ে এলাম চুপ করাতে
ভেজা বেড়াল ঘুমিয়ে গেলো;
এ তো দেখি নারীকেও হার মানায়
ছলা কলায়
আমার মোবাইল বিল আকাশ ছোঁয়
কলব্যাক এর যন্ত্রণায়।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন