বিসর্জন
- যাযাবর জীবন
পথ পাড়ি দিয়েছিলি তুই
একা,
হাত ছেড়ে দেয়ার পর;
আমিও বা কোথায় নৌকো ভাসিয়েছিলাম জলে?
নদী মরে যাওয়ার পর তো শুধুই শুকনো বালিয়াড়ি,
মরুভূমিতে বেঁচে থাকা দায়;
এই ঢের ভালো,
না হয় কিছু অভিমান বুকে ধরে পথ হাঁটছিস
নতুন পথ খুঁজে নিয়ে;
আমি না হয় রাত্রিই হলাম, মধ্য-দুপুরে;
তোর কাছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন