বুধবার, ১৩ এপ্রিল, ২০১৬

পালা বদল



পালা বদল
- যাযাবর জীবন

গা পুড়িয়ে দুপুর রোদে'তে মন পুড়িয়েছিলি প্রেমে
একটিবার চোখে চোখ রাখতে কত মাইল হেঁটেছিলি ঘেমে
সেদিনের তোর প্রেমের আকুতি নেই নি মনেতে মেনে
মন আমার মনে বাঁধা ছিল অন্য কারো প্রেমে;

বছর ঘুরে ঘুরে, যুগ ঘুরে এলো স্মৃতিগুলো অমলিন
তোর কথা মনে এলেই মনে হয়, এইতো মাত্র সে দিন
সেদিনের তোর মলিন মুখখানি আজো মনেতে বাজে
স্মৃতি-বন্দী এ্যালবামগুলো আজ পুড়ছে চৈত্রের ঝাঁজে;

অনেক দিন জানা হয় নি রে কেমন আছিস তুই
জীবন থেকে হারিয়ে গেছিস সুদূর বিদেশ বিভূঁই
কতগুলো কষ্ট মনেতে আসে কলমে যায় না লেখা
কষ্টগুলোর অঙ্ক কেবল, দিবাস্বপ্নে যায় আঁকা;

জীবন একই আছে জীবনের কাছে সময় বদলে গেছে
আয়না একই আছে পুরনো ঘরেতে চেহারা বদলে গেছে
আমি একই আছি আগের মতই, বদলে গেছিস তুই
আমায় একা করে তুই চলে গেছিস অচেনা বিদেশ বিভূঁই।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন