সাগর মন
- যাযাবর জীবন
চাকা ঘুরতেই মন
মন ঘুরলেই প্রেম
প্রেম টানতেই তুই
তোতে হারালেম।
মন টানলেই সাগর
সাগর ডাকলেই আমি
মনে মিশে মন
তুই আমি দুজন।
মেঘ চাইলেই জল
আমি চাইলে কান্না
সাগর কাঁদলে লোনা
তোকে হলো না চেনা।
সূর্য গড়ালে বেলা
সাগর গড়ালে জল
চোখ গড়ালে কান্না
বুঝি না নারীর ছল।
সাগরে আসলে মন বিশাল
পাহাড়ে গেলে মন আকাশ
আকাশে উড়লে মন পাখি
মনেতে তুই, তোতেই বুঁদ থাকি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন