রবিবার, ১০ এপ্রিল, ২০১৬

দোষ



দোষ
- যাযাবর জীবন

শরীরে ছোঁয়া লাগলে বলিস কাম
মনে মন রাখলে বলিস প্রেম
আমার সবটাতেই দোষ হয়ে যায়;

তুই আমাকে জড়িয়ে রেখেছিস
স্বপ্নে ও জাগরণে
শরীরে ও মনে;

নারীর দোষ হয় না কোন কিছুতেই।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন