অস্থির মন
- যাযাবর জীবন
সেদিন ছিল বৈশাখের দিন,
একসাথে ঝড় দেখেছিলাম তখন
হয়তো বৃষ্টি নামবে আজ, কি জানি কখন!
ঝড়ের শব্দে তোর আগমন ঘরে
বাতাসে ওলটপালট মন
বৃষ্টি আসলেই নিশ্চিত ভিজে যাব, তো'তে এখন;
মধ্যাকাশে এখন মধ্যদূপুর
মেঘের আনাগোনা বেশ
তুই হীনা মনাকাশে, মন খারাপের আবেশ;
কাল রাতে গভীর স্বপ্নে
চুপিচুপি কে এসেছিল ঘরে?
ঘুম ভাঙতেই চোখে সূর্য, মন কেমন করে;
আকাশটা মেঘলা, বড্ড গুমোট গরম
অস্থির আবহাওয়া, হয়তো কারণ
নাহ! আসলে তোকে দেখার জন্য অস্থির হয়ে আছে মন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন