ইচ্ছে-খাতা
- যাযাবর জীবন
চাঁদের রাত বেয়ে চাঁদনি উঠে আসে
বসে আমার বুকে হেঁটে এসে
দমবন্ধ ভালোবাসায় পাগল করে
হারিয়ে যায় সূর্যের দেশে;
রাতের ভালোবাসায় চাঁদনি
দিনভর অনুভব অপেক্ষার,
কর্মব্যস্ত দিন কঠোর বাস্তবতার
পূর্ণিমারাত চাঁদনির কবিতার;
তোকে নিয়ে একটি কবিতা বুনতে ইচ্ছে করে
ভরা পূর্ণিমা রাতে;
হায়! আমি যদি কবিতা লিখতে পারতাম!
হারিয়ে যেতাম তোতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন