ভালোবাসার সুখ
- যাযাবর জীবন
কেও ভালোবাসায় ভিজে কামে
ভালোবাসা-বিহীন রমণে কেও ভিজে যায় ঘামে,
মনের সরোবরে ডুব দিলেই আমি ভিজে যাই তোতে;
স্বপ্নে এসে ও না এসে ভেজাতে জুড়ি নেই তোর,
কান্না ও কামে;
চুমুতে না হয় ঠোঁট ভিজিয়েছিস
মন ভিজে কিসে?
ভালোবাসা থাকলে কাম নয়তো শুধুই ঘাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন