মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১৬

লাল পাহাড়ের মেয়ে




লাল পাহাড়ের মেয়ে
- যাযাবর জীবন

কন্যা তুই কলসি কাঁখে
নাইছি আমি গামছা কাঁধে
চোখে হতেই ঠোকাঠুকি
প্রেম পুকুরে ডুবে গিয়েছি;

ওরে লাল পাহাড়ের মেয়ে
কলসি রেখে আমায় তুই ধর
ওরে ও কচুরিপানা মন
ভাসতে ভাসতে এবার ডুবে মর।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন