প্রতীক্ষায় অন্ধকার
- যাযাবর জীবন
অন্ধকারে বসে থেকে
মনটা তোর উচাটন
আনমনে কার খোঁজে?
দৃষ্টি ক্ষণে ক্ষণ,
কারো জন্য পথ চাওয়া, তীব্র প্রতীক্ষায়
আসবে কি আসবে না, মন তোর জানে না,
কারো বাহুডোরে ঢুকে যাওয়া, সমর্পণের আকাঙ্ক্ষায়
কেন সে আসে না, মন তোর মানে না;
রাতের অন্ধকারে ভ্রুকুটি হেনে বসে আছিস দৃঢ়তায়
অপেক্ষার প্রহর কেটে যায় প্রতীক্ষায়, আর প্রতীক্ষায়;
রাত দুপুরে গভীর চিত্তে
এদিক ওদিক কাকে খুঁজিস?
আমি কোথাও নেই;
হু হু বাতাস বয়ে যায় অন্ধকারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন