কবিতার আঁতুড় ঘর
- যাযাবর জীবন
মাছ খেলা করে জলে
হাঁসের ডুব সাঁতার
প্রেমিক হাবুডুবু খায়;
নারী নাচায়
নর নাচে
প্রেম কাঁদায়;
লাল কৃষ্ণচূড়া ডালে ডালে
আগুন লাল হয়ে দাউদাউ জ্বলে
ক্ষরণও নাকি লাল;
সূর্য জন্ম দেয় আলোর
চাঁদ চাঁদনির
প্রেম অন্ধকারের;
ভালোবাসা জন্ম দেয় কষ্টের
কষ্ট ক্ষরণের
ক্ষরণ প্রেমিকের;
জন্ম হয় কবিতার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন