সোমবার, ১১ এপ্রিল, ২০১৬

দায়ভার



দায়ভার
- যাযাবর জীবন

সকালের দায় মাথা পেতে নেয় দুপুর
দুপুরের দায় বিকেল
বিকেলের দায় সন্ধ্যে
দিনের দায় রাত্রি নিতেই অন্ধকার
সূর্য এসে রাতের দায়ভার মাথা পেতে নিতেই নতুন ভোর
এভাবে প্রতিদিন ঘুরে অষ্টপ্রহর;

প্রেমের দায়ভার মাথায় পড়লেই যাতনা
বুকে চেপে বসলে বেদনা
তুই আমার দায়ভার মাথায় নিয়ে সকাল হতে চেয়েছিস
আমি তোর দায়ভার বুকে চেপে রাত্রি হলাম;

প্রেমের দায় কান্নার রঙ
ক্ষরণের দায় লাল
আমি না হয় ভালোবাসার দায়ভার উড়িয়ে দিয়ে বিবর্ণ হলাম।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন