মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১৬

কাঁচের সম্পর্ক



কাঁচের সম্পর্ক
- যাযাবর জীবন

সম্পর্কগুলো কাঁচের মত ভঙ্গুর
স্বার্থগুলো পাহাড়ের মত অটল;
স্বার্থে আঘাত লাগলেই
সম্পর্কগুলো কাঁচের আয়নার মত ভেঙে খানখান,
হোক না সে ভাই বোন
স্বামী স্ত্রী
কিংবা বাবা-মা আর সন্তান;

ভাঙা সম্পর্কের কাঁচগুলো পড়ে থাকে জীবনের ডাস্টবিনে
স্বার্থের পাহাড়গুলো দাঁড়িয়ে রয় মাথা উঁচু করে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন