মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১৬

ফস্কাগিরু



ফস্কাগিরু
- যাযাবর জীবন

পায়ে পা মিলতেই হেঁটে চলা
মন চাইলেই কথা বলা
খুব সহজ ইদানীং;
ইচ্ছে হলেই ভালোবাসা
মন চাইলেই ঠোঁটে ঠোঁট
প্রেম নিবেদন
শরীরে শরীরে কথন
খুব যেন ডালভাত আজকাল;
বিয়ে হরদম
নিত্য বিচ্ছেদ
খুব হচ্ছে প্রতিদিন;

হৃদয়ে হৃদয় মিলিয়ে শেষনিঃশ্বাস পর্যন্ত পাশে থাকা
হাতে হাত রেখে ভালোবাসার অনুভবে আগলে রাখা
কোথায় আজকাল?
যুগের ডিজিটাল বজ্রআঁটুনি
সম্পর্কের ফস্কাগিরু;

ভালোবাসা কালও ছিল
আজও আছে
চিরদিনই থাকবে,
শুধু রং বদলায় সম্পর্ক
সময়ের সাথে তাল মিলিয়ে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন