মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১৬

পেন্সিলে আঁকা



পেন্সিলে আঁকা
- যাযাবর জীবন

তোর কথা মনে হতেই দাঁতে কাঠ-পেন্সিল
মনের ক্যানভাসে সাদাকালো টান দিতেই
তোর চোখের স্কেচ বেয়ে দু-ফোঁটা অশ্রু
আমার কথা বড্ড মনে পড়ছে বুঝি?
অন্ধকারে কয়লা ঘষে শুধুই দাগ টানা
তোকে ছাড়া কবিতা হয় না;

সেই কবে এসেছিলি শেষবার তুই কালো চুলে
সাদা চুলে রঙ লাগতে একবার না হয় ডাকিস মন ভুলে
কাঠ-পেন্সিলের শিষ ভাঙে দাঁতের ফাঁকে
কাগজে কবিতা আঁকে না।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন