বুধবার, ৬ এপ্রিল, ২০১৬

পাথর রঙ



পাথর রঙ

- যাযাবর জীবন

আমি গাছ আমি পাথর
আমি নষ্ট আমি কষ্ট
আমি ফেলে দেয়ার দলে,
তুই ফুল তুই পাখি
তুই বৃষ্টি তুই কান্না
তুই ভিজে যাওয়ার দলে;

জলে দাগ দিতে চাস তুই নোনা জলে
আমি কান্না আঁকি জলরঙে
আমার কাব্য হতে চাস তুই মনে মনে
আমি কবিতা পোড়াই আনমনে;

তুই প্রেমে পড়ে কান্না
আমি কান্না শুকিয়ে পাথর
তোর নতুন দিন
আমি অন্ধকার কবর।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন