মাটির ভাপ
- যাযাবর জীবন
সূর্য পুড়ছে তাপে
মাটি পুড়ছে ভাপে
কারো শরীর পুড়ছে সূর্যের তাপে
কারো মন পুড়ছে ঈর্ষার ভাপে
আমি চোখ বন্ধ করে চাঁদনি দেখি মধ্য দুপুরে
আমার কি যায় আসে তাপে কিংবা ভাপে?
অভিমান চাপ ফেলে না ভোতা অনুভূতিতে
বৃদ্ধ শরীর অপেক্ষায় মাটি হতে
পুড়বে শরীর মাটির ভাপে
অনুভূতি কোথায় থাকে?
কৃষ্ণচূড়ার ডালে ডালে আগুন সেজেছে লালে লালে
কার বেদনায় জারুলগুলো সেজেছে নীলে?
আমার চোখ বন্ধ মনের থেকে
মন বন্ধ প্রেমের থেকে
পুড়ুক না কৃষ্ণচূড়া দাবানলে জ্বলে জ্বলে
তোর মন পুড়ে জারুল হতে হতে আকাশ হয়ে যাক,
আমার কি যায় আসে?
বৃদ্ধ মন চাতক চোখে মাটির পানে তাকিয়ে থাকে
পোড়াতে শরীর মাটির ভাপে
অনুভূতি কোথায় থাকে?
আকাশে লটকে থাকা সূর্য গরম পোড়ায়
গরমে থমকে যাওয়া বাতাস আগুন ওড়ায়
ঝিম ধরা দুপুরে কাক ঘুমায়
অথচ মাটির ঘুলঘুলিতে রমণে মত্ত সুঁইচোরায়
গরমে তার কি যায় আসে?
এক এক জনের অনুভূতি এক এক রকম
শীত গরম দুপুর কিংবা রাতে
কারো মনে প্রেম কারো ঈর্ষা কারো বা ঘৃণা
অস্থির প্রকৃতির মত, কার কি যায় আসে তাতে?
বোধ বুদ্ধি অনুভূতিহীন এক বৃদ্ধ ঘুমিয়ে থাকে দুপুর রোদে
পোড়াতে শরীর সূর্য তাপে
পোড়াতে শরীর মাটির ভাপে
অনুভূতি কোথায় থাকে?
বৃদ্ধ মন কখনো কখনো চোখ মেলে
দেখে নিতে কতটুকু বেলা বাকি আছে,
পোড়াতে শরীর মাটির তাপে
মাটি হয়ে মাটির ভাপে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন