মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১৬

ভালোবাসতে নেই




ভালোবাসতে নেই
- যাযাবর জীবন

আমি যত না রাত
তার থেকে বেশি অন্ধকার;

কালোর সাথে আমার আঁতাত
তুই আলোকিত চাঁদনি রাত;
অমাবস্যাকে কেন'রে ভালোবাসলি?
সূর্য থেকে রাত্রি হলি
শামুকে পা কাটলি।
চাঁদকে ভালোবাসা যায়
রাত'কে নয়
কালো অন্ধকারের রঙ
মন হারাবার নয়;

এখন রাত্রি হলেই ভেড়ার পাল
চিৎ সাঁতারে তারা গোনা
ও মেয়ে, প্রেমে পড়িস না; বলেছিলাম না!
আমি অন্ধকার, আমায় ভালোবাসলেই কান্না।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন