নীল পাহাড়ে চাঁদ
- যাযাবর জীবন
চাঁদটা চাঁদনি হয়ে পাহাড়ে নেমে আসতেই জ্যোৎস্নায় চোখ ঝলসে গেল
তুই আমার গায়ে পড়তেই আমি তোতে হারালাম;
তুই চাঁদনি আমি অন্ধকার
চাঁদটা ছিল দুজনের ভালোবাসার;
আজ চাঁদ আছে
তুই আছিস
আমি আছি
তবুও বুকে শুন্যতার হাহাকার;
একা পাহাড়ে আসতে নেই
একা চাঁদ দেখতে নেই
জ্যোৎস্নায় পাহাড়ের ডাক শুনতে নেই,
পাহাড় ডাকলেই মন খারাপে একাকার;
পাহাড় তোকে দিলাম কান্না নিলাম
আলো তোকে দিলাম অন্ধকার নিলাম
চাঁদও তোকে দিলাম
চাঁদনি শুধুই আমার;
মন খারাপের ভালোবাসা তুই নীল পাহাড়ে যা
মন খারাপের ভালোবাসা তুই পাহাড় বেয়ে নেমে যা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন