বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬

মনে মনে ভালোবেসে



মনে মনে ভালোবেসে
- যাযাবর জীবন

চট করে ভালোবাসা হয় না
অথচ অভিমানে চট করেই ঘৃণা,
সময় লাগে না ভুল ভাঙতে
অনেক সময় লেগে যায় ভুলে যেতে,
মেঘ জমলেই বৃষ্টি নামে না
ক্ষরণের কান্না ভেতরে থামে না;

আমায় তুই বদলে দিয়েছিস ভালোবেসে
আর ঘৃণায়;

আমি আর সেই আগের আমি নেই,
আগের মত ভালো লাগা
মন দিয়ে ভালোবাসা
হাসি ঠাট্টা আনন্দ আর খেলার;
আমি আর আগের মত নেই,
মন রেখে কথা বলার
কথায় কথায় কাব্য রচার
মনের সুখে কবিতা লেখার;

তুইও বড্ড বদলে গেছিস, আমায় ভালোবেসে
আর সরিয়ে দিতে যেয়ে ঘৃণায়;

বছর লেগে যায় সম্পর্ক জুড়তে
তুই ভাঙতে গিয়েছিলি মুহূর্তে, রাগে;
বছর লেগে যায় ফুল ফুটতে
তুই পায়ে মাড়িয়েছিলি মুহূর্তে, অভিমানে;
আমায় ভাঙতে গিয়ে মনের সাথে জুড়ে নিয়েছিস ঘৃণা
নিজের সাথে অভিনয় আর ছল,
এখন কেন রে কাটাস দিন অপেক্ষায়?
আর রাত্রি নোনাজল;

আমায় যতই রাবার ঘষে মুছে যাস
তবুও আমি তোর মনে আসবই প্রতিদিন
ভালোবাসা কিংবা ঘৃণায়।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন