মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১৬

আমি তোর


আমি তোর
- যাযাবর জীবন

নদী হলে তুই পড়বি কোথায়?
আমি সমুদ্র হলাম;
মেঘ হলে তুই ঝরবি কোথায়?
আমি মাটি হলাম;
পাখি হলে তুই উড়বি কোথায়?
আমি আকাশ হলাম;
দুঃখ পেলে তুই রাখবি কোথায়?
তাই তো তোর কান্না হলাম;

আমি তোরই আছি, তোরই ছিলাম।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন