কালো রাত
- যাযাবর জীবন
রাতগুলো আসে কালো হয়ে
কালো চোখ কালো করে
কখনো কালো আকাশে কালো মেঘের ডানায় চড়ে
কখনো আমার ঘরে কালো বিড়ালের পায়ে পায়ে
আমায় কালো করে নিতে ঘন কালো অন্ধকারে;
বেশ থাকি দিনের বেলায়
সাদা সূর্যে সাদা হয়ে
নীলাকাশে সাদা মেঘ হাওয়ায় হাওয়ায় ভেসে চলে
সবুজ মাঠে সাদা ফুল হাওয়ায় হাওয়ায় নাচে খেলে
আমিও সারাদিন তোকে ভাবি সাদা চোখে;
সন্ধ্যে নামে ধূসর হয়ে
মন খারাপের ধূসর মনে
ঘরে ফেরা গরুর গাড়ি মেঠো পথ ধূসর করে
লালাকাশে অস্ত রবি ঘুমিয়ে পড়ে ধূসর হয়ে
ধরাচরে ধীরে ধীরে অন্ধকার ছেয়ে ধরে;
তারপর রাত্রি আসে আমার চোখে
কালো হয়ে কালো করে।