আমারই তুই
- যাযাবর জীবন
মনে যদি মন রাখিস
তবেই মিঠে পানি আর জোয়ার ভাটায় নদী
আর নয়তো নোনা সাগর
অশ্রুর কিংবা লবণের,
কি এসে যায়?
স্বপ্নে কিংবা জাগরণে
মনের মাঝে তুই
তুই আর তুইই আমার পৃথিবী;
কে কি বললো,
কি এসে যায়?
আমার আকাশ নীল বা কালো
আমারই,
আমার পৃথিবী রঙিন বা সাদাকালো
আমারই,
আমার সময় দিন কিংবা রাত
আমারই,
আমার তুই, অবহেলা কিংবা ভালোবাসার
আমারই,
কে কি বললো
কি এসে যায়?
আমার তুই,
আমারই তুই;
মাখামাখি ভালোবাসায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন